বিদ্যালয়টি কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার ভৈরবপুর উত্তরপাড়া (০৭) নং ওয়ার্ডে অবস্থিত । বিদ্যালয়ের জমির পরিমান ৫২ শতাংশ । এটি একটি দ্বিতল ও একটি আধাপাকা ভবন এবং ২ টি টিনের ঘর । সামনে একটি বড় মাঠ ও উত্তর পাশে ইউ.আর. সি ভবন । সামনে পৌরসভার বড় রাস্তা আছে । বিদ্যালযের দক্ষিণ পাশে রফিকুল ইসলাম মহিলা অনাস কলেজ এবং হালিমা সদিয়া মহিলা মাদ্রারাসা ।
ভৈরবপুর উত্তরপাড়া (০৭) নং ওয়ার্ডে কোন বিদ্যালয় না থাকাতে অত্র গ্রামের ছেলে মেয়েরা লেখা পাড়ার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে দেখে হাজী মো: আতিউর রহমান (লাল মিয়া) তাঁর ক্রয়কৃত ৫২ শতাংশ জমিতে অত্র বিদ্যালয়ের কাজ প্রাথমিক ভাবে শুরু করেন । বিদ্যালয়টি তাঁর মা ও বাবার নামে ( ফাতেমা রহজান ফ্রি প্রাইমারী স্কুল)১৯৮২ সালে জনাব শফিউল আলম অতিরিক্ত সচিব বহি: সম্পদ বিভাগ, অথ ও পরিকল্পনা মন্ত্রণালয় মহোদয়ের দ্বার উদ্ধোনধন করা হয় । হাজী মো: আতিউর রহমান সাহেবের মৃত্যুর পর আলহাজ্ব মো: রফিকুল ইসলাম সাহেব স্থানদাতা হিসেবে অত্র বিদ্যালয়ের পরিচালনার দায়িত্ব পালন করেন । ছোট একটি টিনের ঘর থেকে শুরু করে তিনি নিজের টাকায় এবং জনগণের সহায়তায় ১০০ ফুট লম্বা টিনের ঘর তৈরী করে বিদ্যালয়ের কাযর্ক্রম চালিয়ে যান । বিদ্যালয়ের পারফরমেন্স ভাল থাকায় ১৯৮৬ সালে বিদ্যালয়টি সরকারি প্রাথমিক বিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠা লাভ করে । প্রতিষ্ঠাতাকালীন সভাপতি হাজী মো: অতিউর রহমান সাহেবের মৃত্যুর পর (১৯৯৩ হতে ২০১০ ) খ্রি: পযর্ন্ত এ কে এম নূরুল হক সাহেব দক্ষতা ও সুনামের সহিত সভাপতির দায়িত্ব পালন করেন।
বর্তমান বিদ্যালয় পরিচালনা কমিটি ১৫/০৫/২০১০ সালে গঠিত হয় । কমিটির মোট সদস্য সংখ্যা ১২ জন এর মধ্যে পুরুষ ৮জন এবং মহিলা ৪ জন। সভাপতির নাম: জনাব মো: আরিফুল ইসলাম।
সন পরীক্ষায় অংগ্রহণ পাশের হার
২০০৭- ৪৭ - ৯৫%
২০০৮- ৪৪ - ৮৪%
২০০৯- ৩৭ - ৯৯ %
২০১০- ৫২ - ৯৯ %
২০১১- ৬৪ - ১০০%
সাল ট্যারেন্টপুল- সাধারণ মোট
২০০৭ ৩ ৪ ৭
২০০৮- ৪ ৪ ৮
২০০৯- ১২ ৪ ১৬
২০১০- ১০ ৫ ১৫
২০১১- ০৪ ০৪ ০৮
বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের মধ্যে অনেক সরকারি কমকর্তা সচিব, ইঞ্জিনিয়ার, ও রাজনীতিবিদ ও ব্যাবসায়ী রয়েছেন।
বিদ্যালয়ের সকল ছাত্র-ছাত্রীদেরকে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ১০০% এ + পাবার যোগ্য হিসাবে গড়ে তোলা ।এবং ৮ম শ্রেণী পযর্ন্ত উন্নীত করার পরিকল্পনা রয়েছে ।
০১৯১৩-০৩০২০০
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস